অন্যের হয়ে ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ায় (প্রক্সি) ওই বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর নাম মো. স্বপন হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা হয়। অন্যের হয়ে ওই পরীক্ষায় অংশ নেওয়ায় মো. স্বপন হোসাইনকে সাময়িক বহিষ্কার করা হলো। তিনি মূল পরীক্ষার্থী তানভীর আহমেদের (রোল: ২৪০৯৬) হয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ একাডেমিক ভবনের ১৩৫ নম্বর কক্ষের ২৯ নম্বর সিটে বসে পরীক্ষা দেন।’

বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সিতে জড়িত থাকায় পরীক্ষা চলাকালে সাতজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের দিন নগরের মতিহার ও চন্দ্রিমা থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বলেন, ‘স্বপন হোসাইন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তা আইসিটি সেন্টার, আবাসিক হল ও বিভাগীয় রিপোর্ট যাচাই–বাছাই করে নিশ্চিত হয়েছি। পরে বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিকভাবে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’