সিলেট থেকেই আ.লীগ সরকারের বিদায়ঘণ্টা বাজবে

সিলেটের বিশ্বনাথে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। আজ বুধবার বিকেলে
ছবি : প্রথম আলো

সিলেট থেকেই আওয়ামী লীগ সরকারের বিদায়ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। আজ বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নে অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইতালির পালেরমো বিএনপির উদ্যোগে এবং জেলা বিএনপির আয়োজনে ১৮০ জন অসহায়কে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রত্যেককে ৫০০ করে টাকা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশ এখন বিপর্যস্ত। দলটি সব ক্ষেত্রে লুটপাট চালাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ বিভাগে লুটপাটের সব রেকর্ড অতিক্রম করেছে। যার কারণে দেশে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিপ্রবাসী বিএনপি নেতা হাসান জামাল। এটি সঞ্চালনা করেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এসব ন্যায্য দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সরকার নিজ দলের পেটুয়া বাহিনী ও পুলিশকে ব্যবহার করে নির্বিচার গুলি করে মানুষ হত্যা করছে। আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। সিলেটের এই সমাবেশ থেকেই আওয়ামী লীগ সরকারের বিদায়ঘণ্টা বাজবে।

সভায় জেলা বিএনপি নেতা হাসান আহমদ পাটোয়ারী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা এম এ তাহের, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, জেলা বিএনপি নেতা জালাল খান, মাহবুব আলম, সুরমান খান, আবু সুফিয়ান, বখতিয়ার আহমদ, সুমেল আহমদ চৌধুরী, হারুনুর রশীদ, শাহীন আলম, আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।