ভালুকায় বকেয়া বেতনের দাবিতে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ছয়টায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা।
পুলিশ, বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। কারখানাটিতে শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী মিলে ১ হাজার ৩৫৭ জন কর্মরত রয়েছেন। শ্রমিকেরা নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে আজ বিক্ষোভ শুরু করেন। পরে বেলা তিনটা থেকে তাঁরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে বিকেল চারটায় ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে গত ৯ ডিসেম্বরও এই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করছিলেন। সে সময় অক্টোবরের বকেয়া বেতন না দিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। রোর ফ্যাশন লিমিটেডের আইটি বিভাগের প্রধান ফরহাদ আহমেদ তখন প্রথম আলোকে জানিয়েছিলেন, কারখানাটির মালিকের নাম মামুনুল ইসলাম। ৫ আগস্টের পর তাঁরা ব্যাংক থেকে তেমন সহায়তা পাচ্ছেন না। অগ্রণী ব্যাংকের মাধ্যমে তাঁদের লেনদেন হতো। আজ ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, দুই মাস ধরে বেতন বকেয়া থাকায় তাঁরা বাসাভাড়া দিতে পারছেন না, খাবার কিনতে পারছেন না। কোম্পানির লোকজন বেতন না দিয়ে টালবাহানা করছেন।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝালেও বেতন ছাড়া মহাসড়ক ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন শ্রমিকেরা। পরে ইউএনও শ্রম মন্ত্রণালয়ে কথা বলে ১৯ জানুয়ারির মধ্যে বকেয়া বেতনের ব্যবস্থা করার আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
শিল্প পুলিশ-৫-এর সুপার (এসপি) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখলেও কারাখানা কর্তৃপক্ষের পক্ষে কেউ আসেননি। প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ে কথা বলে ১৯ জানুয়ারির মধ্যে বকেয়া বেতনের আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ সন্ধ্যা ছয়টার দিকে প্রত্যাহার করা হয়। তিনি আরও বলেন, কারাখানাটিতে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে। দুই মাসের বেতন বকেয়া থাকায় আজ শ্রমিকেরা আন্দোলনে নামেন।