পঞ্চগড়ে ধানখেতে বেড়া দেওয়া জালে আটকে পড়ল ৮ ফুট লম্বা অজগর

পঞ্চগড় জেলার মানচিত্র

পঞ্চগড় সদর উপজেলার ধানখেতের বেড়া দেওয়া জালে আটকা পড়ে ছটফট করছিল বিশাল আকৃতির একটি অজগর। পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যাওয়া কয়েকজন ব্যক্তি এমন দৃশ্য দেখে আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করেন। মুহূর্তেই বাড়তে থাকে লোকজনের ভিড়। পরে সেটিকে উদ্ধার করে পাঠানো হয় রামসাগর জাতীয় উদ্যানে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকা থেকে প্রায় আট ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়।

পঞ্চগড় বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ধানখেতে বেড়া দেওয়া জালে আটকা পড়েছিল অজগরটি। পাশ দিয়ে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যাওয়ার সময় তরিকুল ইসলামসহ স্থানীয় কয়েকজন এটিকে ছটফট করতে দেখেন। এ সময় তাঁরা চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামগুলো থেকে নানা বয়সী মানুষের ভিড় শুরু হয়। পরে স্থানীয় লোকজন জালসহ অজগরটিকে সড়কের ওপরে এনে রাখেন। এরই মধ্যে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা বন্য প্রাণী ও সাপ রক্ষার সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সভাপতি সহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন। পরে সহিদুল ইসলাম অজগরটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

সহিদুল ইসলাম বলেন, প্রায় ৮ ফুট লম্বা এবং ২০ কেজি ওজনের অজগরটি ‘বার্মিজ অজগর’ হিসেবে পরিচিত। এই ধরনের অজগর চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায়। অজগরটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশের লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। অজগরটির বয়স আনুমানিক দুই বছর।

পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ বলেন, অজগরটি উদ্ধারের পরপরই দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।