বাঁচার সুযোগ পাচ্ছে নালিতাবাড়ীর দেড় শ বছর বয়সী বটগাছটি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পৌর শহরের দেড় শ বছর বয়সী সেই বটগাছ মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাচ্ছে। বটগাছটিকে হত্যার চেষ্টা থেকে মুক্ত করতে আজ মঙ্গলবার দুপুরে গাছটিকে ঘিরে রাখা টিনের বেড়া খুলে দেয় উপজেলা প্রশাসন।
এলাকাবাসী জানান, পৌর শহরের মধ্যবাজার এলাকায় খাসজমিতে থাকা প্রায় দেড় শ বছর বয়সী বটগাছটিকে টিন দিয়ে ঘিরে ফেলেছিলেন গোলাম মোস্তফা নামের এক তেল ব্যবসায়ী। এর পর থেকে দিনে দিনে দোকানের ভেতর থাকা গাছের গোড়ার অংশের ডাল ও শিকড়বাকড় পর্যায়ক্রমে কাটা হয় বলে অভিযোগ ওঠে। বিষ ছিটিয়ে কচি পাতা মেরে ফেলার চেষ্টাও করা হয়। বিষয়টির প্রতিবাদ করেন স্থানীয় লোকজন।
পৌর মেয়রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সতর্কতায় কোনো কাজ না হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে গত রোববার প্রথম আলো অনলাইনে ও গতকাল সোমবার ছাপা পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে এলে তাঁর নির্দেশে আজ দুপুরে উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) নেজামুল হকসহ অন্যান্য কর্মকর্তা গিয়ে বটগাছটিকে ঘিরে রাখা টিনের বেড়া সরিয়ে গাছটিকে অবমুক্ত করে দেন।
অভিযুক্ত তেলের দোকানদার গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘বটগাছটি খাস জায়গায় হলেও দোকান তো আমার জায়গাতেই। আমার বাপ-দাদারাও এখানেই দোকান করেছেন। প্রশাসনের লোকজন এসে টিনের চালা ও বেড়া ভেঙে দিয়েছেন।’
ইউএনও মাসুদ রানা প্রথম আলোকে বলেন, নায়েবসহ অন্য কর্মকর্তারা গিয়ে বটগাছটিকে অবমুক্ত করেছেন। এখন আশা করছেন যে গাছটি বাঁচবে। আদালতের অনুমতি পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।