চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রগ কাটা লাশ উদ্ধার
চট্টগ্রামের সাগরতীরে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মকসুদ খান জয় (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে আনন্দবাজার আউটার রিংরোড সংলগ্ন কাশবনে তাকে পাওয়া যায়। শামীম এআইইউবি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ছিলেন এবং বড়পোলে পরিবারের সাথে থাকতেন। পুলিশ ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।