জনগণ যেন আর না কয়, আপনি হেরে হ্যাটট্রিক করছেন: নিক্সন চৌধুরী

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে ঢেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। সোমবার বিকেলে
ছবি: প্রথম আলো

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে উদ্দেশ্য করে ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের নৌকাকে আর ফাঁসাইয়েন না। জনগণ যেন আর না কয়, আপনি হেরে হ্যাটট্রিক করছেন। আপনার সঙ্গে কী খেলব?’

সদরপুরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যোগদান উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব কথা বলেন। নিক্সন চৌধুরী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আজ সোমবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে ঢেউখালী উচ্চবিদ্যালয় মাঠে এ সভা করা হয়।

নিক্সন চৌধুরী বলেন, ‘আপনাকে তো (কাজী জাফরউল্যাহ) খেলোয়াড়ই মনে করি না। আপনার তো এগারো সেট প্লেয়ারই নাই। শুধু খেলা হবে না, হ্যাটট্রিক হবে। আসেন হ্যাটট্রিক হোক। তিনবারের মতো আপনাকে হারাই। মনে করছেন ফাঁপর দিয়ে পার পেয়ে যাবেন, ফাঁপরের ভয় নিক্সন চৌধুরী পায় না।’

নিক্সন চৌধুরী এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন বলেন, নয়টি বছর কষ্ট করে তিনি এলাকার জনগণের জন্য কাজ করেছেন, উন্নয়ন করেছেন। অথচ গত চারটি বছর এই এলাকার মানুষের কোনো খবর নেননি কাজী জাফরউল্যাহ। দীর্ঘ ৪০ বছর এলাকার জনগণ কোনো উন্নয়ন পায়নি তাঁর মাধ্যমে।  

সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান প্রমুখ। জনসভায় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ফরিদপুর-৪ আসনে কাজী জাফরুল্যাহর অবস্থান আজ শূন্যের কোঠায়। বর্তমানে ফরিদপুরের রাজনীতি নিক্সন চৌধুরীর হাতে। নিক্সন চৌধুরী সমস্ত কিছু পরিকল্পনা করে রাজনীতি করেন। আগামী জাতীয় নির্বাচনে নিক্সন চৌধুরী নৌকা পাবেন বলেও আশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সায়েদিদ, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাওসার, জেলা পরিষদের সদস্য এখলাস ফকিরসহ অন্যরা।