পাথরঘাটায় পিস্তলসহ ছয়টি বিদেশি অস্ত্র উদ্ধার, আটক ১

ছয়টি বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে পাথরঘাটা কোস্টগার্ড ঘাঁটিতে
ছবি: প্রথম আলো

খুলনা থেকে পাথরঘাটায় আসার পথে একটি বিআরটিসি বাস থেকে একটি পিস্তলসহ ছয়টি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত শেখ মোমিনুল ইসলাম ওরফে সুমন (৩১) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

আটক শেখ মোমিনুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কোস্টগার্ডের সদস্যরা এক সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিআরটিসি বাসে তল্লাশি করে একটি বস্তায় মোড়ানো একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি নিউ ডায়না মডেলের এয়ারগান ও পাঁচটি গুলি উদ্ধার করেছেন। এ ছাড়া অস্ত্র পরিষ্কারের কিটসহ এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পাথরঘাটা থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার প্রথম আলোকে বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলা করা হচ্ছে।