রায়পুরায় বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় বাক্প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে হায়েল মিয়া (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ভুক্তভোগী গৃহবধূর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৯ আগস্ট রাত একটার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হায়েল মিয়া রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী নারীর স্বজনেরা জানান, ১৯ আগস্ট রাতে ওই নারী তাঁর চার বছরের ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। রাত একটার দিকে হায়েল মিয়া ওই বাড়িতে আসেন। এ সময় সিগারেট ধরানোর জন্য আগুন চেয়ে দরজা খুলতে বলেন। না খোলায় তিনি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওই নারীর হাত বেঁধে ধর্ষণ করেন।

পরে বাড়ির লোকজন ফিরে এলে চার বছরের শিশুটি ঘটনা বলে। ওই গৃহবধূও লিখে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরদিন সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী পরিবারটি আজ সকালে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়।

এরপরই রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান পুলিশ সদস্যদের নিয়ে নিজ বাড়ি থেকে হায়েল মিয়াকে আটক করেন। পরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নরসিংদীর আদালতে পাঠানো হলে আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।