ঘোড়াঘাটে মাথায় গাছের ডাল পড়ে ইউপির সাবেক সদস্যের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল সরাতে গিয়ে মঞ্জুরুল ইসলাম (৬৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামে হিলি-ঘোড়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম চকবামুনিয়া গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে। তিনি ঘোড়াঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে ঝড়ের সময় চকবামুনিয়া গ্রামে হিলি-ঘোড়াঘাট পাকা সড়কের পাশে একটি ইউক্যালিপটাসগাছের মোটা একটি ডাল ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে। খবর পেয়ে আজ সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রানীগঞ্জ সাবজোনাল কার্যালয়ের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা স্থানীয় লোকজনের সহায়তায় ওই ডাল সরানোর কাজ করছিলেন। ইউপির সাবেক সদস্য মঞ্জুরুল ইসলাম ওই কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন। বিদ্যুতের তার থেকে ডালটি সরানোর সময় সেটি মঞ্জুরুলের মাথার ওপর পড়ে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মঞ্জুরুল ইসলামের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘোড়াঘাট ইউনিয়নে মাথার ওপর গাছের ডাল পড়ে মঞ্জুরুল ইসলাম নামের একজন মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।