রাত ৮টার পরও খোলা রাখায় সীতাকুণ্ডে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গতকাল রাত সাড়ে আটটায় সীতাকুণ্ড পৌর সদরে
ছবি: প্রথম আলো

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডের একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রাত আটটার পরও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌর সদরের মহন্তের হাট, বাড়বকুণ্ড বাজার, বার আউলিয়া বাজার ও ভাটিয়ারি বাজারে এ অভিযান চালানো হয়। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভাটিয়ারি ও বার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা এবং সীতাকুণ্ড ও বাড়বকুণ্ড এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, সরকারের নির্দেশনা ছিল, নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান রাত আটটার পর বন্ধ থাকবে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার করতে হবে। যাঁরা এ নির্দেশ মানছিলেন না, তাঁদের জরিমানা করা হচ্ছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে জনসচেতনতামূলক মাইকিং করছেন তাঁরা। এরপরও অনেকে নির্দেশনা মানছেন না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।