চট্টগ্রামে হোটেল কক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের একটি হোটেল কক্ষ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার রাত আটটার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল গোলজার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গুলজার হোটেলের একটি কক্ষে ওঠেন মো. ফরহাদ ও লিপি। আজ সন্ধ্যার পরও ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না আসায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হোটেল কক্ষের শৌচাগারে লিপি নামের ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তরুণীকে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
ওসি আরও বলেন, নিহত তরুণীর সঠিক পরিচয় বের করার চেষ্টা চলছে। কারণ, যে পরিচয় দেওয়া হয়েছে, তা সঠিক না–ও হতে পারে। যে যুবকের সঙ্গে তরুণী হোটেলে এসেছিলেন, তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।