লক্ষ্মীপুরে জমিতে পড়ে ছিল গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ

লাশ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় বাড়ির পাশের খালি জমি থেকে আমেনা বেগম (৩০) নামের এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার চরভূতা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

আমেনা বেগম চরভূতা গ্রামের কৃষক দিদার হোসেনের স্ত্রী। তাঁদের সংসারে তিন মেয়ে আছে। খবর পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দিদার হোসেনের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে তোফায়েল আহম্মেদ নামের স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে যান। এ সময় তিনি আমেনার লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা আমেনার লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় ব্যক্তিদের দাবি, আমেনাকে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পরে তাঁর লাশ বাড়ির পাশের জমিতে ফেলে রাখা হয়। তাঁর হাত-পা, পিঠসহ শরীরের কিছু অংশে আগুনে পুড়ে গেছে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।