কিশোরগঞ্জে গ্যারেজে অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ অটোরিকশা

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায়
ছবি: তাফসিলুল আজিজ

কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডে ব্যাটারিচালিত ৪০টি অটোরিকশা পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত অটোরিকশামালিকেরা বলেন, বনানী মোড় এলাকায় বৃহস্পতিবার ভোরে মো. রানা মিয়ার অটোরিকশার গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ব্যাটারিচালিত ৪০টি অটোরিকশা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় গ্যারেজে কোনো লোকজন ছিলেন না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

ক্ষতিগ্রস্ত হিরু মিয়া নামের একজন বলেন, গ্যারেজে থাকা তাঁর ৯টি অটোরিকশা পুড়ে গেছে। এতে তিনি নিঃস্ব হয়ে গেছেন।

অটোরিকশা গ্যারেজটির মালিক রানা মিয়া প্রথম আলোকে বলেন, তিনি সারা রাত গ্যারেজেই ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে বের হয়ে তিনি পাশেই বাড়িতে ওষুধ খেতে যান। এর প্রায় ১৫ মিনিট পরেই বাড়িতে খবর যায়, গ্যারেজে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখেন, অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গেছে।

পুড়ে যাওয়া আটোরিকশা দেখতে মানুষের ভিড়।বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেননি। ওই অটোরিকশা গ্যারেজের ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।