কিশোরগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকা–কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে চলাচল বন্ধ

আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেলে কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনের সামনে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনের সামনে রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ ও গচিহাটা রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে বিকেল ৪টায় ছেড়ে আসে। ৪টা ২০ মিনিটে ট্রেনটি গচিহাটা রেলস্টেশন অতিক্রম করে। গচিহাটা স্টেশনের প্রায় ২০০ গজ সামনে রেলক্রসিং অতিক্রম করার সময় বিকট শব্দে ট্রেনটির ইঞ্জিনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. মিজানুর রহমান বলেন, ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।