নকলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে বাধা দেওয়ায় হামলা, বর্গাচাষি নিহত

প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটকে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় মো. আলী হোসেন (৬০) নামের এক বর্গাচাষি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার চরঅষ্টধর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

এ ঘটনায় তাঁর ছোট ভাই শুক্কুর আলী (৩২) ও ছেলে মো. রাব্বি (২০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন উপজেলার চরভাবনা গ্রামের মো. ইদ্রিস আলী (৫৫), তাঁর স্ত্রী হনুফা বেগম (৪৫) ও রেহাইঅষ্টধর গ্রামের সুলতান মিয়া (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার ৫০ শতক জমি বর্গা নিয়ে বোরো ধান আবাদ করেছেন কৃষক আলী হোসেন। ওই জমি নিয়ে সেলিম মিয়ার সঙ্গে তাঁর আত্মীয় ইদ্রিস আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ সকালে ইদ্রিস আলীর নেতৃত্বে প্রায় অর্ধশত লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান।

এ সময় বর্গাচাষি আলী হোসেন ও তাঁর স্বজনেরা তাঁদের বাধা দেন এবং ধান না কাটার জন্য বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ইদ্রিস আলী ও তাঁর লোকজন আলী হোসেন, তাঁর ছোট ভাই শুক্কুর আলী ও ছেলে রাব্বিকে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলী হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।