‘মুজিবীয় শুভেচ্ছা’ জানানোর পর ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান দলীয় এক সভায় ‘মুজিবীয় শুভেচ্ছা’ জানানছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান দলীয় এক সভায় ‘মুজিবীয় শুভেচ্ছা’ জানানোয় সংগঠনের ভেতরে-বাইরে শুরু হয়েছে সমালোচনা। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ছাত্রদলের গাজীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর (নাহিদ হাসান) বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবালের উপস্থিতিতে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

স্থানীয় ছাত্রদলের কয়েকটি সূত্র দাবি করেছে, নাহিদ হাসান একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরপরও তাঁকে প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে তোলা তাঁর পুরোনো কিছু ছবি ও ফেস্টুনও ভাইরাল হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ২৭ মার্চ প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে নাহিদ হাসানকে সভাপতি করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওটি ৪-৫ মাস আগের বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলামের উপস্থিতিতে মাইক্রোফোনে বক্তব্য দিচ্ছিলেন নাহিদ হাসান। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমি প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানাই।’ তখন রফিকুল ইসলাম দ্রুত মাইক্রোফোনটি কেড়ে নেন।

এ বিষয়ে গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, ‘একসময় যখন ছাত্রদলের নেতা-কর্মী পাওয়া যেত না, তখন নাহিদ হোসেন আমাদের পাশে থেকে রাজনীতি করেছেন। তিনি ছাত্রলীগের রাজনীতিতে ছিলেন কি না, তা আমাদের জানা নেই। তাঁর বক্তব্য নিয়ে সংগঠনে প্রশ্ন উঠেছে, তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’