পলাশে ট্রেনের ধাক্কায় এক নারী ও কাটা পড়ে যুবকের মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী ও ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে ১টার মধ্যে উপজেলার ঘোড়াশাল ও জিনারদী এলাকার রেললাইন থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
বেলা ১১টার দিকে ঘোড়াশালের দুই রেলস্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৪০। এ সময় তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের বোরকা। অন্যদিকে বেলা একটার দিকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উপজেলার জিনারদী ইউনিয়নের সাতটেকিয়া এলাকা থেকে। তাঁর আনুমানিক বয়স ৩৫।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশালের দুই রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইন ধরে হাঁটছিলেন ওই নারী। ঠিক ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এ সময় রেললাইন থেকে পার্শ্ববর্তী নিচু স্থানে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করেন।
ওই নারীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পান জিনারদী ইউনিয়নের সাতটেকিয়া এলাকার নির্জন রেললাইনে এক যুবকের ছিন্নবিচ্ছিন্ন লাশ পড়ে আছে। রেললাইন ধরে হেঁটে চলা কয়েকজন ব্যক্তির মাধ্যমে তাঁরা এই খবর পান। পরে ঘটনাস্থলে পৌঁছে বেলা একটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তাঁরা। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতের কোনো এক সময়ে নির্জন এই স্থানটিতে অজ্ঞাত কোনো ট্রেনের চাকায় কাটা পড়ে তিনি মারা গেছেন।
জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ওই দুটি ঘটনাস্থলের আশপাশের স্থানীয় লোকজন মৃত দুজনের কারোরই পরিচয় শনাক্ত করতে পারেননি। দুজনের লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরে তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।