রাতে গিয়েছিলেন ওয়াজ মাহফিলে, সকালে পুকুরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ময়মনসিংহের তারাকান্দায় পুকুর থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বালিখা ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামে ধলাই বিলসংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আবেদ আলী (৬০)। তিনি বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলি গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক। তবে তিনি পূর্ব পাগুলি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন আবেদ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর সন্ধান না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে ধলাই বিলের পাড়ের এক ব্যক্তির মৎস্যখামারের পুকুরে রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পান এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ আজ সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে। পরে সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন আবেদের স্বজনেরা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। ময়নাতদন্তের জন্য আবেদ ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’