মাধবদীতে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত

দুর্ঘটনার পর বাস ও পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আজ রোববার সকালে মাধবদীর ভগীরথপুর এলাকায়
ছবি: প্রথম আলো

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে মাধবদীর ভগীরথপুর এলাকার চায়না মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জসিম মিয়া (২৪)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিয়া এলাকার আবদুল জব্বারের ছেলে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকের সহকারী জুয়েল মিয়া (১৯) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিম বোঝাই করে পিকআপ ভ্যানটি নিয়ে ঢাকায় গিয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের কয়েকজন ব্যবসায়ী। ডিম বিক্রি শেষে আজ সকালে তাঁরা নিজ এলাকায় ফিরছিলেন। এদিকে কিশোরগঞ্জের ভৈরব থেকে ওয়াসির এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মাধবদীর ভগীরথপুর এলাকায় পৌঁছালে ওই বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। এ সময় চালকের সহকারী জুয়েল মিয়া গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন জুয়েল মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানার উপপরিদর্শক মো. ইফাত আহমেদ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান থেকে জসিমের লাশ উদ্ধার করে।

জানতে চাইলে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, নিহত চালকের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও বাসের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।