কুমিল্লার আদর্শ সদরে চেয়ারম্যান পদে আলোচনায় আওয়ামী লীগের ছয় নেতা

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করতে বিশেষ বর্ধিত সভা করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ রোববার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই সভা শুরু হবে।

এদিকে চেয়ারম্যান পদের জন্য আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের ছয় নেতা। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ব্যালটের মাধ্যমে আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের সভায় প্রধান অতিথি থাকবেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন। সভায় আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৭১ জন সদস্য, ছয়টি ইউনিয়নের ৬৯ জন করে সদস্য, ৫৪টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২২ জন সদস্য, কালীরবাজার, আমড়াতলী ও জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, দলীয় সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্যসহ অন্তত ৫০০ জন ওই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতা। তাঁরা হলেন আদর্শ সদর উপজেলা পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম (টুটুল), আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক ও টানা দুইবারের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান (জুয়েল), আমড়াতলী ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মোজাম্মেল হক, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মামুনুর রশিদ, পাঁচথুবী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন (বাহালুল)।

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ব্যালটের মাধ্যমে আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্য (বাহাউদ্দীন) মহোদয় যাঁকে প্রার্থী ঘোষণা করবেন, তিনিই আমাদের প্রার্থী।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার বলেন, ‘চেয়ারম্যান পদে আমিসহ আরও কয়েকজন নির্বাচন করতে চাই। আমাদের অভিভাবক সদর আসনের সংসদ সদস্য মহোদয় যে সিদ্ধান্ত দেবেন, সেটাই আমাদের সিদ্ধান্ত।’

আরও পড়ুন

আদর্শ সদর উপজেলায় ভোটার ২ লাখ ২৯ হাজার ৮৩২ জন। ছয়টি ইউনিয়ন–ময়নামতি পাহাড়ের কালীরবাজার, কুমিল্লা শহরতলির দুর্গাপুর উত্তর ও দক্ষিণ, গোমতী নদীর উত্তর পাড়ের আমড়াতলি ও পাঁচথুবী এবং ভারতীয় সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়ন নিয়ে এই উপজেলা।