রাজশাহী ও রংপুরের কোন এলাকায় কখন লোডশেডিং

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকো লোডশেডিংয়ের তালিকা করেছে। এক ঘণ্টা করে লোডশেডিংয়ের তালিকা করলেও, কোনো কোনো এলাকায় সূচিতে দুইবার বিদ্যুৎ বন্ধ রাখার সময় রেখেছে সংস্থাটি। মঙ্গলবার লোডশেডিংয়ের যে তালিকা দেওয়া হয়েছে, সেটাই আগামী দিনগুলোতে বহাল বলে জানিয়েছে নেসকো সূত্র।

নেসকোর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোডশেডিং কম বা বেশি হতে পারে। মঙ্গলবার নেসকোর আওতাভুক্ত রাজশাহী ও রংপুরের বিভিন্ন এলাকায় তালিকার চেয়ে বেশি সময় ধরে লোডশেডিং হয়েছে।

রাজধানীতে ডেসকো ও ডিপিডিসির আওতাভুক্ত এলাকায় প্রতিদিন এলাকাভেদে লোডশেডিংয়ের সময় পরিবর্তিত হলেও, নেসকোর আওতাভুক্ত এলাকায় তা হবে না বলে জানান সংস্থার রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন সরকার। তিনি মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আপাতত যে তালিকা করা হয়েছে, প্রতিদিন সেভাবেই লোডশেডিং হবে। মানুষ যাতে একটি সময়ে অভ্যস্ত হতে পারে, সে জন্যই এই তালিকা আপাতত পরিবর্তন করা হবে না।

মঙ্গরবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লোডশেডিং হয়েছে বলে স্বীকার করেন শাহাদৎ হোসেন সরকার। তিনি বলেন, ‘মঙ্গলবার নির্ধারিত সময় মেনে চলা সম্ভব হয়নি। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।’

ঘোষণার তুলনায় বেশি লোডশেডিংয়ের কথা স্বীকার করেছেন নেসকোর রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবদুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাজশাহী অঞ্চলের জন্য ৪৩০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার কথা জানিয়েছিলাম। এর বিপরীতে ৩১২ মেগাওয়াট পাওয়া গেছে; অর্থাৎ ১১৮ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। এ পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।’

বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় মঙ্গলবার থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সোমবার লোডশেডিংয়ের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভার পর এ ঘোষণা দেন।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে সেদিন বলা হয়, এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নেয় সরকার।
রাজশাহী ও রংপুরের যেসব এলাকায় বুধবার যখন লোডশেডিং হবে:

রাজশাহী অঞ্চল.pdf
রংপুর অঞ্চল.pdf