বাবাকে হত্যার দায়ে মেয়ের মৃত্যুদণ্ড, মা ও অপর মেয়ের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে এক মেয়ের মৃত্যুদণ্ড, মা ও অপর মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেয়ের নাম নিলুফা আক্তার (৩১)। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন শাহিদা পারভীন (৬২) ও তাঁর আরেক মেয়ে হাফিজা বেগম (৪১)। শাহিদা ও হাফিজাকে একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই মেয়ে ও মা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তি হলেন আবুল বাসার (৬৫)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত শামসুদ্দীন ফকিরের ছেলে। নিহত আবুল বাসার সাজাপ্রাপ্ত নিলুফা আক্তার ও হাফিজা বেগমের বাবা এবং শাহিদা পারভীনের স্বামী।

আদালতের সরকারি কৌঁসুলি নওয়াব আলী মৃধা বলেন, ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদপুরের আলীপুর মহল্লার প্রশানিকপাড়ায় আবুল বাসারকে গালা কেটে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নিহত আবুল বাসারের ভাই মো. লোকমান ফকির বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।