মাদারীপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুর সদর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতা তুহিন দর্জিকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুলপদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তুহিন দর্জি ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। এ ছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় তুহিন দর্জি তাঁর বন্ধু মাসুদুর রহমান ও শিমুল সরদারের সঙ্গে মোটরসাইকেলে করে কুলপদ্দি এলাকায় ঘুরতে যান। সেখান থেকে শহরে ফেরার পথে ঝাউদি গিরি এলাকায় এলে মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় শিমুল ও মাসুদুর পালাতে সক্ষম হলেও তুহিনকে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, আহত ব্যক্তির শরীরের একাধিক জায়গায় গুরুতর জখম হয়েছে। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া ইতিমধ্যে পুলিশ হামলায় জড়িত বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।