ফেনীতে অটোরিকশার সামনের আসন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ফেনীতে সিএনজিচালিত অটোরিকশার সামনের আসন থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর কোনো নাম–ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার দুপুর ১২টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের পাঠাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে ফেনী শহরের কলেজ রোডে থেকে ছাগলনাইয়া যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন ওই বৃদ্ধ। তিনি চালকের পাশের আসনে বসেছিলেন। পথিমধ্যে চলন্ত গাড়িতে তিনি ঝিমোতে থাকেন। চালক তাঁকে একাধিকবার ডেকে ঝিমোতে নিষেধ করেন।
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকায় পৌঁছালে হঠাৎই অটোরিকশা থেকে সড়কের ওপর পড়ে যান ওই বৃদ্ধ। পরে অটোরিকশাচালক যাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত বৃদ্ধ একজন দরিদ্র মানুষ। আর্থিক সাহায্যের জন্য ছাগলনাইয়া যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।