ছেলের বুকে ছুরি বসিয়ে দিলেন বাবা

বাবার হাতে খুন হওয়া ছেলে মোহাম্মদ শাহেদ

বাবার হাতে খুন হয়েছেন একমাত্র ছেলে মোহাম্মদ শাহেদ। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের বিষু মিয়া সড়কের ঘড়ি মার্কেট এলাকায় তাঁদের বাড়ির সামনে জড়ো হওয়া গ্রামবাসীর এখনো যেন বিশ্বাস হচ্ছিল না ঘটনাটি। ছেলের লাশ আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গেছেন শাহেদের মা কামরুজ্জাহান ও তাঁর দুই বোন। তাঁরা এসে পৌঁছালে জানাজা পড়ানো হবে।