আগের পদে ফিরলেন অবৈধভাবে পদোন্নতি পাওয়া ৩৬ কর্মকর্তা-কর্মচারী

গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর সিটি করপোরেশনে অবৈধ পদোন্নতি পাওয়া ৩৬ কর্মকর্তা ও কর্মচারী আগের পদ ও কর্মস্থলে যোগ দিয়েছেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ রোববার সকালে তাঁরা নিজ নিজ বিভাগে যোগ দেন।

গত বুধবার বিকেলে সিটি করপোরেশনের সচিব মো. আবদুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে অবৈধভাবে পদোন্নতি পাওয়া ও লোভনীয় বিভাগে বদলি হওয়া কর্মকর্তাদের আজকের মধ্যে আগের পদ ও কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। আজকের মধ্যে ওই কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের আগের পদে যোগ না দিলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

সিটি করপোরেশন সূত্র জানায়, পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তা-কর্মচারীরা সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ঘনিষ্ঠ ছিলেন। তাঁরা পদোন্নতি বোর্ডের কোনো সুপারিশ ছাড়াই শুধু সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একক সিদ্ধান্তে এসব পদোন্নতি ও চলতি দায়িত্ব পেয়েছিলেন বলে সূত্র জানিয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারী আজ সকাল ১০টার মধ্যে আগের পদ ও কর্মস্থলে যোগ দিয়েছেন। কারা, কোন পদে, কোথায় যোগ দিয়েছেন, সেটির তালিকা করা হচ্ছে। তাঁদের আনুমানিক সংখ্যা ৪০ জন। তাঁদের মধ্যে সহকারী সচিবের দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী হিসেবে যোগ দিয়েছেন। এ ছাড়া নির্বাহী প্রকৌশলী (সিভিল) থেকে আবু সাঈদ চৌধুরী কার্য সহকারী, মো. জাকির হোসেন সহকারী নিবন্ধন কর্মকর্তা থেকে রোলার চালক, নিবন্ধন কর্মকর্তা ফারুক আলম সার্ভেয়ার পদে যোগ দিয়েছেন।

আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যেহেতু কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, তাই সেই আদেশ মেনে সকালে আগের পদে প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী হিসেবে যোগ দিয়েছি।’

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন বলেন, সিটি করপোরেশনের অবৈধ পদোন্নতি পাওয়া ৩৬ কর্মকর্তা-কর্মচারী তাঁদের আগের পদ ও কর্মস্থলে যোগ দিয়েছেন।