সুন্দরবনে বনরক্ষীদের রোমাঞ্চকর ভলিবল খেলা
ভলিবল খেলা যে কত উপভোগ্য হতে পারে, সেটা আজ দেখেছেন সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের মাঠে উপস্থিত দর্শকেরা। পেন্ডুলামের মতো দুলেছিল ম্যাচের ভাগ্য। পয়েন্টে একবার সুন্দরবনের খুলনা রেঞ্জে কর্মরত বনরক্ষীরা এগিয়ে গেছেন তো, পরেরবার এগিয়ে যান সাতক্ষীরা রেঞ্জের বনরক্ষীরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছেন খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় কর্মরত বনরক্ষীরা।
শনিবার বিকেলে সুন্দরবনে কর্মরত বনরক্ষীদের নিয়ে এ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। খুলনার কয়রা উপজেলার আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন মাঠে বন বিভাগের খুলনা রেঞ্জ ও সাতক্ষীরা রেঞ্জ এ টুর্নামেন্টে অংশ নেয়।
দুপুর থেকেই দর্শকের ঢল নামে মাঠের চারপাশে। গহিন সুন্দরবনের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ি থেকে ট্রলারযোগে মাঠে আসেন বনরক্ষীরা। সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে কিছু দর্শক মিছিল করতে করতে গ্যালারিতে ঢোকেন। তবে এমন সমর্থনও জয়ের প্রেরণা জোগাতে পারেনি বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কর্মীদের।
অন্যদিকে ঘরের মাঠের সুবিধাটা ভালোভাবে কাজে লাগিয়েছেন খুলনা রেঞ্জের বনরক্ষীরা। তাঁরা যখনই খেলায় পিছিয়ে পড়েছেন, তুমুল চিৎকার করে দর্শকেরা উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের বনরক্ষীদের ভলিবল দলকে ২-০ সেটে হারিয়ে দেয় খুলনা রেঞ্জের বনরক্ষীদের ভলিবল দল।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সার্কেলের বন সংরক্ষক ইমরান আহমেদ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. সাদিকুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সুন্দরবন সুরক্ষার নিয়োজিত বন বিভাগের সদস্যদের একটু আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হলো। এতে বনরক্ষীরা সবাই এক দিনের জন্য একত্র হতে পেরেছেন। এ ছাড়া সুস্থ, সবল ও মনোবল ধরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিভিন্ন সময়ে এ ধরনের খেলাধুলার আয়োজন করতে তাঁরা সর্বাত্মক চেষ্টা করবেন।