চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৪৭) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মাতামুহুরী সেতুর উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, স্থানীয় লোকজন মাতামুহুরী সেতুর উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধারের পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও চিত্র প্রকাশ করলে মহসিন ভুট্টুর আত্মীয়স্বজন লাশটি শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, মহসিন ভুট্টু সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। পাঁচ বছর আগে চাকরি থেকে অবসর নেন তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে।