গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীসহ ১৫৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে পাঁচ প্রার্থীসহ মোট ১৫৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে ১০০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ আল মামুন মণ্ডল, গণফ্রন্টের মো. আতিকুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে শাহনুর ইসলাম ও মো. রাজু আহমেদ।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক ৪১ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার ফরম বিতরণ শেষে আওয়ামী লীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুরে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৭ জন।