মানিকগঞ্জে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি কবরস্থান থেকে পাঁচটি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
এর আগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি ও ধুলুন্ডী এলাকার কবরস্থান থেকে বেশ কয়েকটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে চোর চক্রের কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করা যায়নি।
এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বাংগড়া কবরস্থানে নির্মাণাধীন পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে কবরস্থানের প্রধান ফটক খোলা দেখতে পান শ্রমিকেরা। এরপর তাঁরা ভেতরে গিয়ে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটির লোকজনকে জানালে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খোঁড়া দেখতে পান। কবরগুলোতে কোনো কঙ্কাল ছিল না।
কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন। তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত পাঁচ থেকে সাত মাসের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল। চুরি যাওয়া কঙ্কালের মধ্যে চারটি পুরুষের ও একটি নারীর কঙ্কাল ছিল।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।