যশোরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগের রাতে ১২ নেতা–কর্মী আটক

হাতকড়া
প্রতীকী ছবি

যশোরে বিএনপির ১২ জন নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়।

আটক নেতা–কর্মীদের মধ্যে আছেন—যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এ ছাড়া যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আরও ১০ কর্মীকে আটক করা হয়েছে।

এদিকে আজ শনিবার বেলা তিনটায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে যশোরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, বিএনপির কর্মসূচি পণ্ড করার জন্য পুলিশ নেতা–কর্মীদের ধরপাকড় করছে। যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, বিএনপি পদযাত্রা কর্মসূচি পণ্ড করতেই পুলিশ ধরপাকড়ের মাধ্যমে নেতা–কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করা পুলিশের কাজ না। অথচ পুলিশ আওয়ামী লীগের হয়ে সেই কাজ করে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, যাঁদের আটক করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ আগের বিভিন্ন মামলা আছে। দলীয় কোনো কর্মসূচি পণ্ড করতে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।