শেরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী ফেরিওয়ালা নিহত
শেরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। আজ শনিবার সকালে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হাসান মিয়া (৩৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামের মো. উনসাহা আলীর ছেলে। তবে হাসান মিয়া কয়েক বছর ধরে শেরপুর পৌরসভার মাজার রোড (বটতলা) এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকাল আটটার দিকে হাসান তাঁর সাইকেলে মালামাল নিয়ে বাড়ি থেকে বের হন। সাইকেলটি শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বয়ড়াপরাণপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে নকলাগামী একটি পিকআপ ভ্যান ওই সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বয়ড়াপরাণপুর এলাকার বেসরকারি জিনোম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পিকআপ ভ্যানটিকে শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ জিনোম মেডিকেল হাসপাতালে রয়েছে।