ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার বৌ‌দ্যেরপুল এলাকায় ও ভোলা সদর উপ‌জেলার পরানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মো. ম‌নিরুল ইসলাম (৫৫), মো. আজগর আলী (২৮) ও মো. আরিফ হো‌সেন (২৫)।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নির হোসেন মিঞা বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দি‌কে বৌ‌দ্যেরপুল এলাকায় যাত্রীবাহী বা‌সের চাপায় মোটরসাইকেল আরোহী মো. ম‌নিরুল ইসলাম ও তাঁর মেয়েরজামাতা মো. আজগর আলী ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের বাড়ি বোরহানউদ্দিন উপ‌জেলার কা‌চিয়া ইউনিয়‌নে। তাঁরা একজনের জানাজা নামাজে অংশ নিতে বের হয়েছিলেন।

সকা‌ল সাড়ে আটটার দি‌কে ভোলার সদর উপ‌জেলার পরানগঞ্জ বাজারসংলগ্ন সড়ক এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ‌্যা‌নের তরুণ যাত্রী মো. আরিফ হো‌সেন নিহত হন। এ সময় আহত হয়েছেন ভ্যানে থাকা আরিফের ভাই মো. শরীফ হোসেন। তাঁরা সদ‌র উপজেলার প‌শ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়া‌র্ডের গুপ্তমু‌ন্সি গ্রা‌মের মো. আলীর ছে‌লে। নিহত আরিফ এক সন্তানের জনক। তিনি পেশায় দিনমজুর।

ভোলা ম‌ডেল থানার ওসি মো. শাহীন ফ‌কির বলেন, নিহত আরিফ হোসেন চট্টগ্রামে জাহাজে দিনমজুর হিসেবে কাজ করতেন। সাত দিনের ছুটি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে ঈদের আগের দিন তিনি বাড়িতে এসেছিলেন। শুক্রবার তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল।