‘নির্বাচনে কত পারসেন্ট লোক ভোট দিল, এটা বিবেচ্য বিষয় নয়’

মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (মাঝে)। বুধবার কুমিল্লা সার্কিট হাউসেছবি: এম সাদেক

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচনে কত পারসেন্ট লোক ভোট দিল, এটা বিবেচ্য বিষয় নয়। আইনে ও সংবিধানেও বলা নেই, কত পারসেন্ট ভোট পড়তে হবে। নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করা। নির্বাচন না করলে ফাইনালি সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে।’ আজ বুধবার বেলা একটার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের আয়োজনে ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মো. আনিছুর রহমান বলেন, ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অচলাবস্থা নেই। বাধা নেই। হরতাল-অবরোধেও নির্বাচনী কাজ চলছে।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, কোনো দল নির্বাচনে আসবে না আসবে, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। তবে বড় দল নির্বাচনে এলে এখনো বিবেচনার সুযোগ আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের মাঠপর্যায়ের কর্মীরা এখন যাঁরা আছেন, তাঁরা বেশি দিন হয়নি কর্মস্থলে আছেন। নির্বাচনে কেউ অনিয়ম করলে তাঁকে সরিয়ে দেওয়া হবে; এর আগে নয়।

মো. আনিছুর রহমান উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার নির্দেশ দেন। সভায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমানও উপস্থিত ছিলেন।