হালুয়াঘাট সীমান্তে পড়ে ছিল একজনের গলাকাটা লাশ

লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তের পূর্ব গোবরাকুড়া এলাকায় ভারত সীমান্তের ভেতরে পড়ে ছিল একজনের গলাকাটা লাশ। গতকাল বুধবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় লাশটি উদ্ধার করে হালুয়াঘাট থানা-পুলিশ।

ওই ব্যক্তির নাম সারোয়ার হোসেন (৪৫)। তিনি উপজেলার ব্যাপারী পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সারোয়ার।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে খাবার ও জামা কিনে দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সারোয়ার হোসেন। দুই যুবককে নিয়ে ভাড়ায় পূর্ব গোবরাকুড়া যাওয়ার কথা ছিল তাঁর। পরে রাতে আর তিনি বাড়ি ফেরেননি। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। শেষ পর্যন্ত গতকাল বুধবার বিকেলে গোবরাকুড়া ভারতীয় সীমান্তের সামান্য ভেতরে কলাকাটা লাশ দেখ‌তে পেয়ে বিজিবিকে জানান স্থানীয় লোকজন। দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল সন্ধ্যায় লাশটি হালুয়াঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সারোয়ার হোসেনের স্ত্রী শরুফা খাতুন বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল না। আমার ছোট মেয়েকে যারা বাবা হারা করল, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহত সারোয়ার হোসেনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন‌্য লাশ ময়মনসিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে থানায় মামলার প্রস্তুতি চল‌ছে।