নিহত সারোয়ার হোসেনের স্ত্রী শরুফা খাতুন বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল না। আমার ছোট মেয়েকে যারা বাবা হারা করল, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহত সারোয়ার হোসেনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন‌্য লাশ ময়মনসিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে থানায় মামলার প্রস্তুতি চল‌ছে।