দর্শনায় ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় দুই মণ রুপার অলংকার জব্দ

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় দুই মণ (৭৭ কেজি ৭০০ গ্রাম) রুপার অলংকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিকেলে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন দর্শনা সীমান্ত চৌকির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ রুপার অলংকার বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে খবর পায় বিজিবি। সেই তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্ত মেইন পিলার ৭৬ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়া আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেল ৫টার দিকে মোবারকপাড়ার মোস্তফা আলীর বাড়িতে অভিযান চালিয়ে চোরাকারবারি মো. সোহাগের ফেলে যাওয়া রুপার অলংকারভর্তি প্লাস্টিকের চারটি বস্তা এবং মো. সোহাগের বাড়ি থেকে স্কচটেপ মোড়ানো ১২৬টি খালি প্যাকেট এবং একটি মোটরসাইকেল জব্দ করে। জব্দ করা প্লাস্টিকের চারটি বস্তার ভেতরে ভারতে তৈরি ৭৭ কেজি ৭০০ গ্রাম ওজনের রুপার অলংকার পাওয়া যায়। এসব অলংকারের মালিক দর্শনা মোবারকপাড়ার মো. সোহাগ বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় বিজিবির সুবেদার মো. জহির উদ্দিন বাবর বাদী হয়ে মো. সোহাগকে পলাতক আসামি দেখিয়ে দর্শনা থানায় মামলা করেছেন। জব্দ করা রুপার অলংকারগুলো আজ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।