রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

ঝালকাঠি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। আজ শনিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্যসচিব শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর দলীয় পদ স্থগিত করা হয়।

এর আগে ৮ জানুয়ারি চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে নাসিম উদ্দিন আকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় দলটি।

ওই নোটিশে উল্লেখ করা হয়, আরিফুর রহমান তুহিন নামের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে হুমকি ও অন্য এক ব্যক্তির কাছে চাঁদা দাবির বিষয়ে নাসিম আকনের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই কেন তাঁকে উপজেলা বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে নাসিম আকন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তাই কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে যেকোনো শাস্তি মেনে নেব।’

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন বলেন, তিনি (নাসিম উদ্দিন) কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।