রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু

মো. ইমরান হোসেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের সঙ্গে লাকড়িবোঝাই গাড়ির সংঘর্ষে এক সাংবাদিক মারা গেছেন। তাঁর নাম মো. ইমরান হোসেন (২৮)। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ছিলেন। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার রোয়াজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমরান হোসেন উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মরিয়মনগরে নির্মাণাধীন নতুন ঘরের কাজ দেখে সরফভাটায় নিজ বাড়িতে ফিরছিলেন ইমরান। পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকড়িবোঝাই গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে আহত ব্যক্তির মৃত্যু হয়। তাঁর মাথায় ও হাতে গুরুতর জখম ছিল।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।