মাগুরা থেকে আরও খেলোয়াড় তৈরি করতে চান সাকিব

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সঙ্গে সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামেছবি: প্রথম আলো

মাগুরা–১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমেই একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সেই টুর্নামেন্টের ফাইনাল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, তিনি চেষ্টা করবেন যেন মাগুরা থেকে আরও খেলোয়াড় তৈরি হয়।

আরও পড়ুন

সাকিব আল হাসান বলেন, ‘আশা করছি আগামী দিনে নিয়মিত এ রকম ফুটবল টুর্নামেন্ট হবে। ফুটবল দিয়ে শুরু হয়েছে, অন্য খেলা যেগুলো আছে, সেগুলোও হবে। আমি চেষ্টা করব এই টুর্নামেন্টগুলো যেন সারা বছরই হয়। যাতে করে যুব সমাজ খেলার দিকে ঝোঁকে। বাংলাদেশ যেন ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারে। ফুটবল, হকি, কাবাডি, ব্যাডমিন্টন থেকে শুরু করে অন্য যেকোনো খেলা হতে পারে।’ সাকিব আরও বলেন, ‘আমি চাইব যে মাগুরা থেকে আরও খেলোয়াড় উঠে আসুক এবং সেই চেষ্টাই আমার থাকবে।’

টুর্নামেন্টের ফাইনালে ১-০ গোলে আঠারোখাদাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরপাড়া ইউনিয়ন। আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

‘স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৪’ নামে এই টুর্নামেন্টে অংশ নেয় সাকিবের নির্বাচনী এলাকার (শ্রীপুর ও সদর উপজেলার একাংশ) ১৭টি ইউনিয়ন ফুটবল দল। আজ বিকেল চারটায় ফাইনালে মুখোমুখি হয় শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন ও সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়ন দল। সেখানে ১-০ গোলে আঠারোখাদাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরপাড়া ইউনিয়ন। চ্যাম্পিয়ন দলের পক্ষে একমাত্র গোল করেন মইন। মাঠে বসে পুরো খেলা দেখেন সাকিব। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য পারভিন জামান কল্পনা ও স্থানীয় নেতা–কর্মীরা। খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ ও রানারআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন
খেলার বিরতিতে খুদে ফুটবলারদের জার্সি উপহার দেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

আয়োজকদের একজন সাবেক ফুটবলার মেহেদী হাসান বলেন, এই টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়কে সরাসরি নিজেদের ক্লাবে খেলার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকার বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। সদর উপজেলার মঘি ইউনিয়ন দলের গোলকিপার শান্ত সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এই টুর্নামেন্ট থেকে ৩০ জন খেলোয়াড় বাছাই করা হচ্ছে, যাদের ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন