বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি। রাজশাহীর এ কর্মসূচিতে রাজশাহী বিভাগের আট জেলা থেকে নেতা-কর্মীরা উপস্থিত হবেন বলে জানা গেছে। তবে কর্মসূচিতে অংশ নিতে পুলিশি বা অন্য কোনো বাধার অভিযোগ এখনো পাওয়া যায়নি।

বেলা ১১টার পর থেকেই বিএনপির স্থানীয় ও বিভাগী নেতারা বক্তব্য দিতে শুরু করেন। এতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন ঘটানো হবে। সরকার পতনের মাধ্যমে এই দেশের মানুষের মুক্তি মিলবে।

তবে বেলা সোয়া ১১টার দিকে মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তবে এ সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে সেখানে উপস্থিত নেতা–কর্মীরা উত্তেজিত কর্মীদের বুঝিয়ে শান্ত করেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলীর সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির নেত্রী আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।