সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিহত
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। আজ সোমবার সকালে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষ ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি উজানধল গ্রামের আরিফ উল্লার ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জ্বল মিয়ার নাম জানা গেছে। তাঁদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে গ্রামের মনফর মিয়ার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে গ্রামের মনফর মিয়ার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মনফর মিয়া সম্পর্কে আনোয়ার হোসেনের বেয়াই হন। বিরোধপূর্ণ জমিতে গতকাল রোববার মনফর মিয়ার লোকজন ধানের চারা রোপণ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে আজ সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আনোয়ার হোসেনসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তাঁদের অনেকেই আহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বেলা আড়াইটার দিকে জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে আনোয়ার হোসেন নামের একজন মারা গেছেন। তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।