বিএনপির ১৭ বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: রুমিন ফারহানা
বিএনপির ১৭ বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত বিএনপির ৩১ দফা প্রশিক্ষণবিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
গত ৫ আগস্টের পর দেশে নতুন রাজনৈতিক দল দেখা যাচ্ছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, একটা নতুন রাজনৈতিক দল কিছুদিন হলো আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করেছে, এই গণ–অভ্যুখান নাকি ৩৬ দিনে হয়েছে; শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এসব ঠিক কি না জানতে চেয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘তাহলে আমাদের নেতা-কর্মীদের যে গুম-হত্যা করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বয়সেও কারাগারে যেতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ১৭ বছর দেশে আসতে পারেন নাই—সেগুলোর কি মূল্য নাই? বিএনপির ১৭ বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, সংস্কার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই সংস্কারের আগে নির্বাচন করতে হবে।
রংপুর বিভাগের ৩ জেলায় (গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম) পৃথকভাবে আজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি এই কর্মশালার আয়োজন করে। গাইবান্ধার কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক।