চট্টগ্রামে শুরু হলো জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াসের অ্যাকটিভেশন পর্ব

চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াসের অ্যাক্টিভিশন কার্যক্রমে বক্তব্য দেন অধ্যাপক ড. মফজল আহমেদ। আজ দুপুরে চট্টগ্রাম নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেপ্রথম আলো

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। এখন চলছে এ প্রতিযোগিতার নিবন্ধন পর্ব। নিবন্ধন বিষয়ে শিক্ষার্থীদের অবগত করতে আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অ্যাকটিভেশন পর্ব। প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে।

বেলা ১১টায় শিহাব জিশানের সঞ্চালনায় অ্যাকটিভেশন পর্ব শুরু হয়। এ সময় বক্তব্য দেন পিসিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মফজল আহমদ ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জাহেদুল আলম। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সমন্বয়ক মো. নূরুজ্জামান নাদিমসহ পিসিআইইউর পুরকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জাহেদুল আলম বলেন, পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক আয়োজন খুব একটা দেখা যায় না। জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি সুযোগ করে দিয়েছে।

প্রথম আলোর পক্ষ থেকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। আজ দুপুরে
প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মফজল আহমদ বলেন, প্রকৌশল চর্চার সময় কোয়ালিটি বা মান অনেক গুরুত্বপূর্ণ। এর যথাযথ প্রয়োগ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি উপস্থাপন করেন। এ সময় প্রথম আলোর পক্ষ থেকে পিসিআইইউর পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এ আয়োজনের নিবন্ধন কার্যক্রম চলমান। যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ওয়েবসাইটে লগইন করতে হবে।