জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে

পটুয়াখালী জেলা বিএনপির ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। বুধবার বিকেলে
ছবি: প্রথম আলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে‌ছেন, ‘এক বছর আগেও যে দলটি দেশের মানুষের ঘাড়ের ওপর চেপেছিল, সেই দল‌টি‌কে দেশের মানুষ দেশ থে‌কে বিতাড়িত করেছেন। কারণ, জনগণ যা চেয়েছিল, তারা তা দিতে পারে‌নি। আওয়ামী লীগ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।’

পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে আজ বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো ব‌লে‌ছেন তারেক রহমান। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে দলের নেতা–কর্মীদের নির্দেশ দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা এমন কোনো কাজ করব না, যাতে সাধারণ মানুষ আমাদের প্রতি বিরক্ত হয়। শহীদ জিয়ার ও দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসেবে আমরা এমন কোনো কাজ করব না, যাতে মানুষ আমাদের প্রতি ক্ষুব্ধ হয়।’

দলের সুনাম নষ্ট না করতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছর আপনারা যুদ্ধ করেছেন। আওয়ামী লীগ সরকা‌রের দমন-নিপীড়ন ও মিথ্যা মামলা মোকাবিলা করে আপনারা বেঁচে আছেন। মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরে‌ছেন। এখন তো আর এই সমস্যাগুলো নেই। এই মুহূর্তে এসব সমস্যা যদি না–ই থাকে, তাহলে আমার কর্মীরা এমন কাজ করবে কেন, যার দ্বারা দল ক্ষতিগ্রস্ত হবে?’

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর প‌রি‌বে‌শে জেলা বিএন‌পির ত্রিবা‌র্ষিক সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়। বেলা ১১টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সম্মেলনের উদ্বোধন করেন। জেলা বিএন‌পির আহ্বায়ক আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক।