রিকশার হদিস নেই, সড়কের পাশে চালকের লাশ

ময়মনসিংহের ভালুকায় এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আমতলী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রিকশাচালকের নাম মোফাজ্জল হোসেন (২৫)। তিনি উপজেলার কামিনী ভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে রিকশা ছিনতাই করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন মোফাজ্জল হোসেন। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ সদস্যরা সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা লাশটি মোফাজ্জল হোসেনের বলে শনাক্ত করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করার জন্য চালককে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।