ময়মনসিংহ নগরী আজ ১৫ বছরের অপকর্ম ও দুঃশাসন থেকে মুক্ত হবে: প্রার্থী সাদেকুল হক

ময়মনসিংহ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের এডওয়ার্ড হাইস্কুল কেন্দ্রে আজ শনিবার সকালে ভোট দেন মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সাদেকুল হক খানছবি: প্রথম আলো

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাদেকুল হক খান বলেছেন, নির্বাচনে কোনো ধরনের ঝামেলা না হলে এবং ক্ষমতা, পেশিশক্তি অথবা টাকার অপব্যবহার না হলে তাঁর বিজয় সুনিশ্চিত। আজ শনিবার সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের এডওয়ার্ড হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি।

সদ্য সাবেক মেয়র ইকরামুল হকের দিকে ইঙ্গিত করে সাদেকুল হক খান বলেন, ‘ভোটারদের প্রতি আমার আস্থা আছে। ময়মনসিংহ নগরী আজ ১৫ বছরের অপকর্ম ও দুঃশাসন থেকে মুক্ত হবে। মানুষ এখন নতুন প্রার্থীকে বেছে নেবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নগরে হোল্ডিং ট্যাক্স অনেক বেশি, এ ছাড়া যানজট ও জলজট—এই তিন সমস্যা প্রকট। আমি যদি জয়ী হই, তবে প্রথমে এ সমস্যাগুলো নিরসন করব।’

ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এবার দ্বিতীয়বারের মতো মেয়র পদে ভোট হচ্ছে। প্রথমবারের মতো দলীয় প্রতীক ছাড়া আজ সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টেবিলঘড়ি প্রতীকে, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ঘোড়া প্রতীকে, সাদেকুল হক খান হাতি প্রতীকে, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক হরিণ প্রতীকে ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙল প্রতীকে লড়ছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা আছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র‍্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য রয়েছেন। সকাল সোয়া ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।