দূতাবাস চালু হওয়ায় সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। সরিষাবাড়ী আর্জেন্টিনা সমর্থক পরিষদের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০টায় সরিষাবাড়ী পৌর এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়।
১৯৭৮ সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক সরকার বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছিল। সেই থেকে আর্জেন্টিনার ভিসাসহ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সব ধরনের কর্মকাণ্ড দিল্লিতে থাকা দেশটির সমদূরবর্তী মিশনের মাধ্যমে পরিচালিত হয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে গত সোমবার বিকেলে রাজধানীর বনানীতে আবার চালু হয়েছে আর্জেন্টিনার দূতাবাস।
সরিষাবাড়ী আর্জেন্টিনা সমর্থক পরিষদ সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় সমর্থকেরা সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার আরামনগর বাজার থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সরিষাবাড়ী আর্জেন্টিনা সমর্থক পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান, মেসিভক্ত রোকন মিয়া, রুবেল মিয়া প্রমুখ। এতে আর্জেন্টিনার শতাধিক সমর্থকেরা অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিলের সমর্থক আবির বলেন, ‘যদিও আমি ব্রাজিল–সমর্থক। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমি আনন্দিত। আর এ আনন্দে শোভাযাত্রায় অংশ নেওয়া।’
আর্জেন্টিনার আরেক সমর্থক রুবেল মিয়া বলেন, ‘আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সরিষাবাড়ীবাসী খুব খুশি হয়েছি। দূতাবাস চালু হওয়ায় আমরা আরও খুশি। মেসিভক্ত মাসুদুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নিয়েছি।’
সরিষাবাড়ী আর্জেন্টিনা সমর্থক পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় তাঁরা গর্বিত। আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়া দুধ, রসুন আমদানির করা যাবে। বাংলাদেশও প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক রপ্তানি করতে পারে।