ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহতফাইল ছবি

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। পরে রাত দেড়টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মাঝনদীতে আটকা পড়েছে দুটি ফেরি। কনকনে শীতে এসব ফেরিতে আটকা পড়া বাসের যাত্রী ও শ্রমিকেরা দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত আটটার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার কারণে ফেরিচালকেরা পথ দেখতে না পাওয়ায় ফেরি চালাতে হিমশিম অবস্থায় পড়তে হয়। দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। আর পাটুরিয়া প্রান্তে নোঙর করে রাখা হয়েছে পাঁচটি ফেরি।

এদিকে ভারী কুয়াশায় নৌপথ দেখতে না পাওয়ায় শুক্রবার রাত দেড়টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় আরিচা প্রান্তে ধানসিঁড়ি, শাহ আলী ও চিত্রা নামের তিনটি রো রো ফেরি এবং কাজিরহাট ঘাটে কিষাণী ও খান জাহান আলী নোঙর করে রয়েছে।

পাটুরিয়া ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার মধ্যে ফেরিচালকেরা নৌপথ দেখতে পাচ্ছিলেন না। এতে ফেরি চলাচলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রী ও যানবাহন নিরাপদে পারাপারে নৌপথ দুটিতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু হবে।