১২ লাখ টাকা বিল বকেয়া থাকায় কিশোরগঞ্জ রেলস্টেশনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন

১২ লাখ টাকা বিল বকেয়া থাকায় কিশোরগঞ্জ রেলস্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ রাত ৯টার দিকে তোলা
ছবি: প্রথম আলো

এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কিশোরগঞ্জ রেলস্টেশনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আজ সোমবার বেলা তিনটার দিকে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, কিশোরগঞ্জ রেলস্টেশনের প্রায় ১ বছরের ১২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। কয়েক মাস ধরে রেলওয়ে কর্তৃপক্ষকে বকেয়া বিল পরিশোধের জন্য বলা হলেও তারা পরিশোধ করেনি। অফিশিয়ালি চিঠি দেওয়া হয়েছে, এরপরও কোনো সুরাহা হয়নি। যার কারণে নিয়ম অনুযায়ী আজ বেলা তিনটার দিকে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্টেশন সূত্রে জানা যায়, বিদ্যুৎ সংযোগ–বিচ্ছিন্ন করে দেওয়ায় রেলসেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি কম্পিউটার বন্ধ থাকায় বিকেল থেকে যাত্রীদের কোনো টিকিট দেওয়া যাচ্ছে না। তাই অনেক যাত্রীদের হাতে লিখে টিকিট দেওয়া হচ্ছে।

মাজহারুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, আজ সন্ধ্যার পর থেকে পুরো রেলস্টেশন অন্ধকারাচ্ছন্নের পাশাপাশি ভুতুড়ে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. মিজানুর রহমান রাত পৌনে ৯টার দিকে বলেন, বিদ্যুৎ বিল বকেয়ার কারণে আজ বেলা তিনটার দিকে পিডিবির লোকজন এসে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেন। যে কারণে তখন থেকে রেলসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যাত্রীদের টিকিট দেওয়া যাচ্ছে না। অনেককেই হাতে লিখে টিকিট দিতে হচ্ছে। কর্মকর্তাদের কোয়ার্টারসহ পুরো রেলস্টেশন অন্ধকার হয়ে আছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। রাতের মধ্যে বিদ্যুৎ–সংযোগ না দিলে অনেক সমস্যায় পড়তে হবে।